IQNA

ভিডিও | কায়রোয় ইমাম হুসাইন (আ.) মসজিদে দৃষ্টিপ্রতিবন্ধী ক্বারির মনোমুগ্ধকর তিলাওয়াত

20:26 - August 17, 2020
সংবাদ: 2611332
তেহরান (ইকনা): মিশরের প্রসিদ্ধ ক্বারি শাইখ আহমাদ আবুল মাআতী ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেছেন। বিশেষ বৈশিষ্ট্যের কারণে তিনি তার সময়ে অন্যতম ক্বারি ছিলেন।

১৯৩৯ সালের পহেলা ফেব্রুয়ারিতে ক্বারী শাইখ আহমাদ আবুল মাআতী জন্মগ্রহণ করেন এবং ২০১১ সালের ২২ অক্টোবরে এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেন। তিনি দাকলিয়াহ প্রদেশের বেলকাস শহরের অদূরে জাওয়াদিয়েহ গ্রামে জন্মগ্রহণ করেছেন।। তিনি দকলিয়াহ ও দামিয়াত প্রদেশের ক্বারিগণের প্রধান ছিলেন।

এই দৃষ্টি প্রতিবন্ধী ক্বারী শৈশবেই কুরআন হেফজ করেছেন এবং ১২ বছরের কম বয়সে কুরআন মাহফিলে কুরআন তিলাওয়াত করে সকলের মন জয় করেছেন।

শাইখ আবুল মাআতি রেডিও মিশরে যোগ দিয়েছিলেন; কিন্তু দৃষ্টিশক্তি না থাকার কারণে সেদেশের টেলিভিশনে কুরআন তিলাওয়াত করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তিনি এবং শাইখ হাসসান সহ মিশরের অন্যান্য ক্বারিগণ তৎকালীন টেলিভিশন পরিচালকের বিরুদ্ধে মামলা করেন। কারণ তৎকালীন টেলিভিশন পরিচালক দৃষ্টি প্রতিবন্ধীদের টেলিভিশনে কুরআন তিলাওয়াত করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। দায়েরকৃত মামলায় কোর্ট তাদের পক্ষে রায় দেয় এবং অবশেষে তিনি মিশরের টেলিভিশনে কুরআন তিলাওয়াতের সুযোগ পান।

তিলাওয়াত বিশেষজ্ঞদের মতে, সুললিত কণ্ঠস্বর, দীর্ঘ শ্বাস, তিলাওয়াতের সকল নিয়ম মেনে চলা এবং কোন অতিরিক্ত টান না থাকাই হলো এই ক্বারির বিশেষ বৈশিষ্ট্য।

মিশরের এই প্রসিদ্ধ ক্বারি ১৪৩২ হিজরির ২য় জ্বিলহজ তথা ২০১১ সালের ২২শে অক্টোবর ইন্তেকাল করেন।

দৃষ্টিপ্রতিবন্ধী এই ক্বারির সুললিত কণ্ঠে সূরা আহজাবের কিছু আয়াত শুনবো। এই তিলাওয়াতটি তিনি মিশরের রাজধানী কায়রোর ইমাম হুসাইন (আ.) মসজিদে পেশ করেছেন। iqna

captcha